×

সারাদেশ

মাধবপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ০৪:০৩ পিএম

মাধবপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

মাধবপুর থেকে হালুয়াপাড়া, গোপালপুর হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার এক্তারপুর পর্যন্ত বাইপাস রাস্তাটি স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে এলাকাবাসী

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদর থেকে হালুয়াপাড়া, গোপালপুর হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার এক্তারপুর পর্যন্ত বাইপাস রাস্তাটি স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে এলাকাবাসী। শনিবার(৩০নভেম্বর) সকাল থেকে এক্তারপুর, মিঠাপুকুর সহ কয়েকটি গ্রামের শতাধিক লোকজন কোদাল ও উড়া(টুকরি) সহ রাস্তা মেরামত কাজে অংশ গ্রহণ করে। শনিবার ভোর থেকে লোকজন নিজ উদ্যাগে মাটি কাটা ও ভাঙ্গা অংশ মেরামত করে। সরজমিনে গিয়ে দখো যায় এক্তারপুর , মিঠাপুকুর এলাকার যুবক ও বৃদ্ধরা পর্যন্ত মাটি কাটার কাজ করেন। এক্তারপুর গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র আব্দুল্লাহ আল মামুন জানান, মাধবপুর সদর থেকে হালুয়াপাড়া গোপালপুর হয়ে মিঠাপুকুর গ্রামের পাশ দিয়ে যে রাস্তাটি এক্তারপুর পর্যন্ত যুক্ত হয়েছে এটি নির্মান করা হলে ১০/১২ টি গ্রামের লোকজনের সুবিধে হবে। তাছাড়া ধর্মঘর, হরষপুর, এক্তারপুর,মিঠাপুকুর গ্রামের লোকজন মনতলা, চৌমুহনী হয়ে হরষপুর যেতে হবে না। এতে করে সময় অনেক বেঁচে যাবে। বর্ষার সময় রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়। এতে করে শুকনো মৌসুমে চলাচলের উপযোগী থাকে না। সরকারি ভাবে রাস্তাটি কাপেটিং করা হলে বেশ কয়েকটি গ্রামের লোকজন সহজে মাধবপুর উপজেলা সদরে যেতে পারবে। এক্তারপুর গ্রামের হাজী আলাউদ্দিন সর্দ্দার জানান, ১০/১২ বছর পূর্বে এক্তারপুর ,মিঠাপুকুর, হরষপুর, হালুয়াপাড়া,গোপালপুর গ্রামের লোকজন নিজেরা কোদাল, উড়া নিয়ে মাটি কেটে এ রাস্তাটি নির্মান করেছিল। পরবর্তীতে রাস্তায় সরকারি ভাবে কিছু উন্নয়ন হয়েছে। সরকারি ভাবে কয়েকটি ব্রিজ নির্মাণ করা হয়। হালুয়াপাড়া-গোপালপুর সংযোগ স্থল হতে মহাসড়ক পর্যন্ত ইট সলিং করা হয় কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় রাস্তাটি এখন পর্যন্ত কাপেটিং করা হয়নি। যার ফলে সাধারন জনগন এ রাস্তাটির সুফল পাচেছ না। রাস্তাটি সরকারি ভাবে উন্নয়ন কাপেটিং করা হলে একদিকে জনগনের কষ্ট দুর হবে অন্য দিকে সময়ও বাঁচবে । এক্তারপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আবু তাহের জানান, এক্তারপুর ,হরষপুর, মিঠাপুকুর এলাকার অনেক ব্যবসায়ী মাধবপুর উপজেলা সদরে ব্যবসা করেন। অনেক শিক্ষাথী মাধবপুর সদরে গিয়ে বিভিন্ন স্কুলে পড়াশুনা করেন। চিকিৎসার ও সিংহভাগ মাধবপুর হাসপাতাল থেকে নেওয়া হয়। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় রাস্তাটি উন্নয়ন না হওয়ায় অনেক জায়গা ঘুড়িয়ে মাধবপুর উপজেলা সদরে যেতে হয়। রাস্তাটি কাপেটিং করা হলে হরষপুর রেল স্টেশনে যেতে সময় লাগবে মাত্র ১ ঘন্টা। যেখানে ধর্মঘর ,চৌমুহনী ঘুড়িয়ে সময় লাগে ২ ঘন্টার ও বেশি। মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঢাকা সিলেট মহাসড়ক থেকে হালুয়াপাড়া, গোপালপুর হয়ে মিঠাপুকুর পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তাটি কাপেটিং করার জন্য কাগজপত্র বিপিপিতে জমা আছে। এলজিইডি মন্ত্রনালয় বরাদ্দ দিলে টেন্ডার হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App