×

জাতীয়

বিমানবন্দরে যাত্রীদের পৌঁছানোর সময় বেঁধে দিল এয়ারলাইনস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ০৭:৪০ পিএম

বিমানবন্দরে যাত্রীদের পৌঁছানোর সময় বেঁধে দিল এয়ারলাইনস

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ভ্রমণের ক্ষেত্রে ‘রিপোটিং টাইম’ অর্থাৎ বিমানবন্দরে চেকইনকাউন্টারে যাত্রীদের পৌঁছানোর সময় বেঁধে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

রবিবার (১ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনায় বদ্ধ পরিকর সংস্থাটি। নিরাপত্তাজনিত কারণে অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে এবং আন্তর্জাতিক রুটের ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে বোর্ডিং কার্ড ইস্যু (চেকইনকাউন্টার) বন্ধ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এছাড়া সব যাত্রীর জন্যই নিরাপত্তা তল্লাশীর অন্তত ২০ মিনিট আগে বোর্ডিং গেটে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। যদি তা না হয় তাহলে যাত্রীর যাত্রা ব্যহত হতে পারে। সে অনুযায়ী সময় হাতে নিয়ে বিমানবন্দরে আসার জন্য যাত্রীদের প্রতি অনুরোধও জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App