×

সারাদেশ

বগুড়ায় পেট্রোল পাম্প ও ট্রাংকলরী মালিকদের ধর্মঘট চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ০১:১৯ পিএম

বগুড়ায় পেট্রোল পাম্প ও ট্রাংকলরী মালিকদের ধর্মঘট চলছে
জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ করা, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান-বিষয়টি সুনির্দিষ্টকরণ, প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাংকলরি শ্রমিকদের পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বীমা প্রথা প্রণয়ন, ট্যাংকলরির ভাড়া বাড়ানো, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিল, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিল সহ ১৫ দফা দাবিতে ধর্মঘট শুরু করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার (১ ডিসেম্বর) ভোর ৬ টা থেকে বগুড়া জেলার ৭৪টি পেট্রোল পাম্পে এই ধর্মঘট শুরু হয়েছে। ফলে জ্বালানী তেল পেতে বেগ পেতে হচ্ছে গ্রাহকদের। একই সঙ্গে ধর্মঘট শুরু হয়েছে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সকল জেলায় । গত ২৬ নভেম্বর বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের ডাক দেয় রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্রাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান রতন জানান, বিগত দিনে সরকারের দেয়া প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি। এ কারণে ১৫ দফা দাবি জানানো হয়। ৩০ নভেম্বরের মধ্যে এসব দাবি পূরণের আল্টিমেটাম দেয়া হয়। কিন্তু দাবি দফা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো প্রকার আলোচনা না করায় ধর্মঘট শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App