×

খেলা

পর্দা উঠলো এসএ গেমসের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ০৫:০৪ পিএম

পর্দা উঠলো এসএ গেমসের

জমকালো আয়জনের মধ্য দিয়ে পর্দা উঠলো এসএ গেমসের ১৩তম আসরের। রাষ্ট্রপতি বিদ্যা দেবী বান্দারি এই গেমসের শুভ উদ্বোধন ঘোষণা করেন। নেপালের রাজধানী কাঠমান্ডু ও শহরের পার্শ্ববর্তী পোখরাতেও এই গেমস অনুষ্ঠিত হবে।

রবিবার (১ ডিসেম্বর) নেপালের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে এসএ গেমসের উদ্বোধন করা হয়। ৩ ঘন্টা ব্যাপী চলবে জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠান। এ নিয়ে তৃতীয়বারের মত নেপালে অনুষ্ঠিত হবে এই গেমসটি।

এসএ গেমসের এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দেশের তিন হাজারেরও বেশি ক্রীড়াবিদরা। এর মধ্যে বাংলাদেশের ৫৯৫ জন, নেপালের ৬৪৮ জন, ভারতের ৪৬১ জন, পাকিস্তানের ৪১৩ জন, মালদ্বীপের ৩৩২ জন, ভুটানের ১৪২ জন ও শ্রীলঙ্কার ৬২২ জন। এই গেমসে পদক হিসেবে থাকবে স্বর্ণ ৩১৭টি, রৌপ্য ৩১৭টি ও ব্রোঞ্জ ৪৭৯টি। এবারের আসরটি শেষ হবে আগামী ১০ ডিসেম্বর।

৭১৮ জনের দল নিয়ে ১২তম এসএ গেমসে বাংলাদেশ অংশ নিয়ে অর্জন করে চারটি স্বর্ণ, ১৫টি রৌপ্য ও ৫৬টি ব্রোঞ্জসহ মোট ৭৫টি পদক। এবারের আসরে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App