×

যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে মাসব্যাপী বিজয় উৎসবের উদ্বোধন

Icon

nakib

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ১০:১৯ পিএম

নিউইয়র্কে মাসব্যাপী বিজয় উৎসবের উদ্বোধন

নিউইয়র্কের ব্রঙ্কসে মাসব্যাপী বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। আজ রাত ১২টা ১ মিনিটে (বাংলাদেশ সময় ১ ডিসেম্বর বেলা ১১টা) নিউইয়র্কের ব্রঙ্কসের স্টার্লিং এভিনিউতে বাংলাদেশ ম্যুরালের সামনে কর্মসূচির উদ্বোধন ও বিজয় র‌্যালীর ব্যানার উম্মোচন করা হয়। সামাজিক, সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশের আয়োজনে ব্রঙ্কসের প্রায় সকল সংগঠন একসঙ্গে এই উৎসব উদযাপন করতে যাচ্ছে।

হাড় কাপানো শীত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবেসে এ অনুষ্ঠানে উপস্থিত হন মূল ধারার রাজনীতিবিদসহ বিভিন্ন সংগঠনের নেতারা। রাত ১২ টা ১ মিনিটে মুহুর্মূহ করতালির মধ্য দিয়ে কর্মসূচীর ব্যানার উন্মোচন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মূল ধারার রাজনীতিবিদ এবং সমাজকর্মী আবদুস শহীদ, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, এ এ মুহিত, এন ইসলাম মামুন, নূরে আলম জিকু, বদরুজ্জামান রোহেল, খলিল বিরিয়ানির মালিক মোঃ খলিলুর রহমান, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, যুদ্ধবন্দী আবদুর রহমান, সাধারন সম্পাদক পল্লব সরকার, সহ সভাপতি মোঃ মামুন, সাংগঠনিক সম্পাদক কবি মাকসুদা আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন, কন্ঠশিল্পী শারিমন তানিয়া, রানা, মাসুদ, বান্টি প্রমুখ।

আগামী ১৫ ডিসেম্বর সকল সংগঠনের উদ্যেগে বিজয়, র‌্যালী অনুষ্ঠিত হবে। এ ছাড়া মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসুচী পালনের সিদ্ধান্ত নিয়েছে ঐক্যবদ্ধ সংগঠনসমূহ। হৃদয়ে বাংলাদেশ পুরো কার্যক্রমের সমম্বয় সাধন করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App