×

সারাদেশ

লটারি করে আমন ধান সংগ্রহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ০৪:৩২ পিএম

লটারি করে আমন ধান সংগ্রহ
নীলফামারীর ডোমার উপজেলায় আমন মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি এই লটারির আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান সংগ্রহের উন্মুক্ত লটারির উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাফর ইকবাল,উপজেলা খাদ্য কর্মকর্তা মাহমুদ হাসান,ডোমার খাদ্যগুদাম কর্মকর্তা জিয়াউর রহমান,চিলাহাটী খাদ্যগুদাম কর্মকর্তা নিত্যনন্দ রায়সহ ইউপি চেয়ারম্যান ও কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ৩০হাজার দুইশত ৮৯জন কৃষকের মধ্যে ২ হাজার ১শত ৩৪জন কৃষক লটারীর মাধ্যমে নির্বাচিত হয়েছে। তালিকাভুক্ত কৃষক প্রতি কেজি ২৬টাকা দরে ১মেট্রিকটন ধান সরকারের কাছে বিক্রি করতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App