×

জাতীয়

ডিএনসিসির উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ পিএম

ডিএনসিসির উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালিত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রবিবার (১ ডিসেম্বর( বিশ্ব এইডস দিবস পালিত হয়। এ উপলক্ষে আজ সকাল দশটায় গুলশানস্থ শহীদ ফজলে রাব্বী পার্ক থেকে এক র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শহীদ ফজলে রাব্বী পার্কের সামনে থেকে শুরু করে গুলশান-১ নম্বর হয়ে আবার শহীদ ফজলে রাব্বী পার্কে গিয়ে শেষ হয়।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন র‌্যালিতে নেতৃত্ব প্রদান করেন। র‌্যালি শেষে তিনি বলেন, এইডস এর ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে বিশ্বব্যাপী বিশ্ব এইডস দিবস পালিত হয়। বৈশ্বিক এবং জাতীয় এ কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করে ডিএনসিসি এ র‌্যালির আয়োজন করে।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, ইউনিসেফ এর স্বাস্থ্য কর্মকর্তা মারগুব আরেফ জাহাঙ্গীর, ডিএনসিসি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App