×

জাতীয়

গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে বসতবাড়ীতে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ০১:২৪ পিএম

গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে বসতবাড়ীতে আগুন
গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে অগ্নিকাণ্ডে বসতবাড়ী ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। শনিবার(৩০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার কেওয়া নতুন বাজার (মধ্যপাড়া) এলাকার নুরুল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, শনিবার রাত সাড়ে ১১টায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশে পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App