×

সারাদেশ

এইচআইভির ঝুঁকিতে হিলি স্থলবন্দর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ০৪:৫১ পিএম

এইচআইভির ঝুঁকিতে হিলি স্থলবন্দর
এইচ আইভির চরম ঝুঁকিতে রয়েছে হিলি স্থলবন্দরসহ আশপাশের এলাকার মানুষ। স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন গড়ে ১ থেকে দেড় হাজার মানুষ ভারত বাংলাদেশে যাতায়াত করে থাকে। এদিকে ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক ডাইভার ও হেলপাররা বন্দরের ভাসমান যৌনকর্মীদের সাথে অবাধে মেলামেশার কারণে হিলি স্থলবন্দর এইচআইভির চরম ঝুঁকিতে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তবে এই অভিশপ্ত জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় এসব যৌনকর্মীরা। এশিয়ার মধ্যে এইচআইভি এইডস রোগীর সংখ্যার দিক দিয়ে ভারত রয়েছে প্রথম স্থানে। তাই ভারতের সাথে সাথে বাংলাদেশও রয়েছে ঝুঁকির মধ্যে। বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক স্থলবন্দর হিলি। পাশাপাশি বন্দরে এলাকায় রয়েছে ইমিগ্রেশন চেকপোষ্ট। স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও ব্যবসা-বাণিজ্যি, আত্বীয়তা ও চিকিৎসার জন্য প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার মানুষ এই ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশে যাতায়াত করে থাকে। এদিকে ভারত থেকে পণ্য নিয়ে বন্দরে আসে প্রায় পাচঁ শতাধিক ট্রাক ডাইভার ও হেলপার। এ সময় এসব ট্রাক ডাইভার ও হেলপারদের পণ্য খালাস করতে ৮/১০ দিন পর্যন্ত সময় লেগে যায়। এই সময়ের মধ্যে তারা হিলি শহরে অবাধে চলাফেরা করে এবং বন্দরের আশপাশে থাকা ভাসমান যৌনকর্মীদের সাথে মেলামেশা করে থাকে। তবে খাদ্য ও নিদিষ্ট থাকার জায়গা পেলে এই অভিসাপ্ত জীবন থেকে স্বাবাভিক জীবনে ফিরে আসতে চায় এসব যৌনকর্মীরা। এছাড়া একই সুই সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করে প্রতিদিন না না দরনের মাদকের ইনজেকশন গ্রহণ করছে মাদকসেবীরা। এভাবেও বাড়ছে এইচআইভি ছড়িয়ে পড়ার আশঙ্কা। বেসরকারি প্রতিষ্ঠান লাইট হাউজের কো-অডিনটের-মোস্তাফিজুর রহমান বলেন, হিলি স্থলবন্দর এলাকায় এইচআইভি প্রিভেনশন এর উপর কাজ করছে লাইট হাউজ সহ মাত্র দুই-একটি বে-সরকারী এনজিও প্রতিষ্ঠান। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় সবাইকে এইচআইভি পরীক্ষার আওয়তায় আনা যাচ্ছে না বলে জানালেন এই কর্মকর্তা। হাকিমপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাকিল মাহমুদ বলেন, এসব পাসপোর্টধারী যাত্রী ও ভারতীয় ট্রাক ডাইভারদের স্ক্যানিক মেশিনে স্বাস্থ্য পরীক্ষা করা দরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App