×

শিক্ষা

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটির অভিষেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০৯:১২ পিএম

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটির অভিষেক
সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটির অভিষেক
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ঢাকা মহানগর ও অঞ্চল কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল মিলনায়তনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। অনুষ্ঠানে শপথ পাঠ করান বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার ড. সাধন কুমার বিশ্বাস। সমিতির আহ্বায়ক সাখায়েত হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, আহ্বায়ক কমিটির সদস্য সচিব জালাল উদ্দিন সরকার, নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন মাহমুদ(সালমী), ধানমন্ডি গভ.বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন প্রমুখ। এসময় বক্তারা পে স্কেল অনুযায়ী প্রাপ্য টাইমস্কেল/ সিলেকশন গ্রেড প্রদানের মঞ্জুরি আদেশ জারি, সিনিয়র শিক্ষক (প্রথম শ্রেণির নন-ক্যাডার) পদোন্নতির জন্য শিক্ষকদের জ্যেষ্ঠতার তালিকা গেজেটে প্রকাশ ও পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, শিক্ষকদের প্রবেশ পদ নবম গ্রেডে উন্নীতসহ মাধ্যমিক শিক্ষা ক্যাডার গঠন, শিক্ষানীতি নীতি ২০১০ অধ্যায় ২৭ এর কৌশল অনুসারে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি জানান। এছাড়া প্রধানমন্ত্রীর অনুশাসন মেনেই শিক্ষানীতি ২০১০ এর প্রস্তাবনা অনুযায়ী ‘আত্তীকরণ বিধি-১৯৮৩’ সংশোধনপূর্বক জাতীয়করণকৃত শিক্ষকদের আত্তীকরণ করা, মাধ্যমিকের অবশিষ্ট শূণ্যপদ তথা প্রধান শিক্ষক/ শিক্ষিকা ও জেলা শিক্ষা অফিসার, বিদ্যালয় উপ-পরিদর্শক/ পরিদর্শিকা, সহকারী পরিচালক, উপ-পরিচালকের শূন্য পদে পদোন্নতির মাধ্যমে পদায়ন, ‘বিসিএস নিয়োগ বিধিমালা-১৯৮১’ ক্যাডার সংশ্লিষ্ট অন্যান্য বিধি সংশোধনের উদ্যোগ গ্রহণ, সিনিয়র শিক্ষক পদ হতে উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে এবং সহকারী শিক্ষক/ শিক্ষিকা পদ হতে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার পদায়নের উদ্যোগ গ্রহণ, সেসিপ প্রকল্পসহ মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য প্রকল্পে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকাদের প্রেষণে পদায়নের ব্যবস্থা করার দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App