×

আন্তর্জাতিক

রক্তক্ষয়ী সংঘাতের পর ইরাকি প্রধানমন্ত্রীর পদত্যাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০৬:৪৬ পিএম

রক্তক্ষয়ী সংঘাতের পর ইরাকি প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইরাকে সপ্তাহব্যাপি চলমান সরকারবিরোধী আন্দোলনে ব্যাপক সংঘাত ও প্রাণহানির মধ্যদিয়ে বিদায় নিলেন দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদী। সংসদে তিনি পদত্যাগপত্র জমা দেয়ার ঘোষণা দিবেন বলে সংবাদ প্রকাশের পরেই বাগদাদের তাহরির স্কয়ারে আনন্দ উৎযাপন শুরু হয়ে যায়।

তবে রাজধানিতে যখন বিক্ষোভকারীরা বিজয় আনন্দে ব্যস্ত তখন কিছু আন্দেলনকারীরা দেশের সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের দাবিতে রাজপথে সরব। শুক্রবার বাগদাদ ও ইরাকের প্রধান শিয়া নগরী নাসিরিয়ায় ৫০ জন নিহত হওয়ার একদিন পরই এমন ঘোষণা আসল। এ পর্যন্ত চলমান বিক্ষোভে ৪০০ মানুষ প্রাণ হারায়।

আন্দোলনকারীরা এটাকে তাদের প্রাথমিক বিজয় হিসেবে হিসেবে অভিহিত করে আরো সংস্কারের জন্য অপেক্ষা করছে। তবে কিভাবে বিক্ষোভকারীরা শান্ত হবে বা কি ধরনের পরিবর্তনের সূচনা হবে নতুন এ আরব বসন্তের মাধ্যমে সেটাই এখন দেখার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App