×

পুরনো খবর

মোবাইল চুরির অপবাদে স্কুলছাত্রীর আত্মহত্যা চেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০৩:২৩ পিএম

মোবাইল চুরির অপবাদে স্কুলছাত্রীর আত্মহত্যা চেষ্টা

সিংগাইর উপজেলার ধল্লা মধ্যপাড়া গ্রামের মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে রুপালি নামের এক স্কুল ছাত্রী কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। আশংকাজনক অবস্থায় ওই স্কুল ছাত্রীকে সাভারস্থ হেমায়েতপুর জামাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রুপালি কীটনাশক পান করে আত্মহত্যার চেস্টা করে।

ক্লিনিকে চিকিৎসাধীন রুপালি ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও ধল্লা মধ্যপাড়া গ্রামের লুৎফর রহমানের কন্যা। ওই স্কুল ছাত্রীর চাচা আব্দুল হাই বাবুর্চি জানান , গত ৪-৫ দিন আগে প্রতিবেশী প্রবাসি শাহিনুরের স্ত্রী তৃষ্ণার মোবাইল চুরি হলে রুপালিকে তারা সেই চুরির অপবাদ দেয়। এ নিয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠকও হয়। এতে রুপালি মোবাইল চোর প্রমাণিত না হলেও বিভিন্ন সময় তৃষ্ণার পরিবার ও কতিপয় লোকজন তাকে উস্কানিমূলক কথা বলতো। এ রিপোর্ট লেখা পর্যন্ত রুপালি ওই ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App