×

সারাদেশ

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ভারতীয় ৩ চিকিৎসক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০৩:১০ পিএম

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ভারতীয় ৩ চিকিৎসক
“মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীর সাধারণ অসহায় ৩ শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়। শনিবার (৩০ নভেম্বর) ভারতের কোলকাতার বিখ্যাত চিকিৎসালয় ‘মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের’ উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে হাসপাতালটির ভাইস চেয়ারম্যান ও কোলকাতা হার্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. কুনাল সরকারসহ ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দেন। বোয়ালমারী জেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১১টা থেকে আয়োজিত এ ক্যাম্পে চলে। মেডিকা ইনফরমেশন সেন্টারের ইনচার্জ মো. নিজাম উদ্দিন খানের সার্বিক তত্তবাধনে চিকিৎসা সেবা ও পরামর্শ দেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক, ‘মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের’ সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. কুনাল সরকার, ভাইস চেয়ারম্যান ও অর্থপেডিক সার্জন ডা. বিকাশ কাপুর ও গ্যাস্টোলজি বিভাগের প্রধান ডা. প্রদীপ্ত কুমার শেঠি প্রমূখ। এর আগে বোয়ালমারীতে অবস্থিত ‘মেডিকা ইনফরমেশন সেন্টার’ এর উদ্বোধন করেন হাসপাতালটির ভাইস চেয়ারম্যান ডা. বিকাশ কাপুর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App