×

খেলা

পঞ্চম শিরোপা জয়ে মরিয়া মাশরাফি

Icon

nakib

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০৯:৫৫ পিএম

পঞ্চম শিরোপা জয়ে মরিয়া মাশরাফি
পঞ্চম শিরোপা জয়ে মরিয়া মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা। ফাইল ছবি

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর। এটি বিপিএলের সপ্তম আসর। এ আসরে ঢাকা প্লাটুনের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি। ২০১৯ বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ক্রিকেটের বাইরে ছিলেন। এবার বিপিএলে পঞ্চম শিরোপা জয়ের প্রত্যাশায় গোপনে নিজেকে প্রস্তুত করেছেন মাশরাফি।

ভারী শরীর নিয়ে পেস বোলিং করা মুশকিল বিধায়, এক ধাক্কায় প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন এ দেশসেরা পেসার। বিপিএলে তার দল ঢাকা প্লাটুনের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগেই নিজ উদ্যোগে শুরু করেছেন ফুল রান আপে বোলিং প্র্যাকটিস। বিপিএলের আগের ৬ আসরে ৪টিতে শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটসকে শিরোপা এনে দেয়ার পর ২০১২-১৩ মৌসুমে ফের শিরোপা জেতে ঢাকা।

২০১৪-১৫ মাশরাফি যোগ দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। এখানে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। ২০১৭-১৮ মৌসুমে রংপুর রাইডার্সে অধিনায়ক নির্বাচিত হন টাইগার ওয়ানডে অধিনায়ক। এখানেও তার নেতৃত্বে শিরোপা জেতে রংপুর। এবার ঢাকা প্লাটুনের নেতৃত্বে রয়েছেন মাশরাফি। তার দল শিরোপা জিতলে পঞ্চম শিরোপা জয়ের রেকর্ড গড়বেন তিনি। দলের জন্যে মাশরাফির আত্মত্যাগ সব সময়ই প্রসংশনীয়।

এবার মাঠে ফিরতে মাশরাফি যা করেছেন তাতে মুগ্ধ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, মাশরাফি ১০ কেজি ওজন কমিয়েছে। দেখতেও অনেক সতেজ লাগে। দেখলেই বোঝা যায় যে, সে এখনো খেলতে আগ্রহী। চালচলনে স্পষ্ট, এখনো ভালো খেলার তাড়না রয়েছে তার মধ্যে। মাশরাফির মতো ক্রিকেটার যখন ফিটনেস নিয়ে এত সিরিয়াস থাকে, তখন এটা আমাদের (নির্বাচক) জন্যও অনেক বড় সন্তুষ্টির বিষয়।

গতকাল সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রায় ঘণ্টাদেড়েক ফুল রান আপে বোলিং করেছেন মাশরাফি। বলের গতি এখনো নিজের স্বাভাবিক অবস্থায় নিতে পারেননি। তবে লাইনলেন্থ ছিল দারুণ। মাঝে মাঝেই বোলিং থামিয়ে ব্যাটিং করতে থাকা তামিম ইকবালের কাছ থেকে জেনে নিয়েছেন সব ঠিক হচ্ছে কিনা।

কুমিল্লার হয়ে ২০১৫ ও ২০১৮ বিপিএল চ্যাম্পিয়ন কোচ সালাউদ্দিন এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে শুরু করতে যাচ্ছেন টুর্নামেন্ট। ঢাকার দায়িত্ব এবার তার হাতে। তার প্রতি ঢাকার দর্শকদের প্রত্যাশা থাকবে অনেক বেশি। সালাউদ্দিন বলছেন, এ ধরনের চাপ সামলাতে অভ্যস্ত তিনি। চোট কাটিয়ে বোলিংয়ে ফিরেছেন মাশরাফি। ঢাকার কোচ সালাউদ্দিন বলছেন, অভিজ্ঞ এ পেসারকে পাওয়া যাবে পুরো বিপিএলে।

অনেক দিন পর বোলিং শুরু করেছেন, ছন্দে ফিরতে আরেকটু সময় লাগবে মাশরাফির। তবে সালাউদ্দিন মনে করছেন টুর্নামেন্টের পুরোটাই খেলতে পারবেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, টুর্নামেন্টের পুরোটা খেলবে বলেই তো মাশরাফিকে নেয়া হয়েছে। আমার কাছে মনে হয় সে খেলবে, ভালোভাবেই খেলবে। গতকাল প্রথম বোলিং করল, ছন্দে একটু সমস্যা হবে। কয়েকদিন বোলিং করলেই ঠিক হয়ে যাবে।

মাশরাফি ব্যক্তিগত উদ্যোগে অনেক দিন ধরে অনুশীলন করছেন। ব্যক্তিগতভাবে ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন। শরীরের ওজন অনেক কমিয়েছেন। টাইগার অধিনায়কের এ কর্মকাণ্ডে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App