×

জাতীয়

এক লাখ ছাড়াল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০১:২৮ পিএম

সরকারি হিসাবে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়শা আক্তার সাংবাদিকদের বলেন, ঢাকা শহরের সরকারি ও স্বায়ত্তশাসিত ১২টি হাসপাতাল, ২৯টি বেসরকারি হাসপাতাল ও ৬৪ জেলার সিভিল সার্জনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেঙ্গু রোগীদের এই হিসাব দেয়া হয়েছে। তিনি আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত নজরদারি করে শুধু এমন হাসপাতালগুলোর তথ্য এখানে আছে।

এ বছর জুনের শেষ থেকে ডেঙ্গুর প্রকোপ ঢাকা মহানগরীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখা যায়। জুলাই ও আগস্ট মাসে ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর প্রবলভাবে চাপ বাড়ে। ঈদুল আজহার কাছাকাছি সময়ে দেশের প্রায় সব জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ে। পত্রপত্রিকার হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রায় ৩০০ রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছরের শেষ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ধারণা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App