×

জাতীয়

সাভারে বেদেদের জন্য নির্মিত হচ্ছে অর্ধশত ঘর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০৭:২০ পিএম

সাভারে বেদেদের জন্য নির্মিত হচ্ছে অর্ধশত ঘর
সাভারে বেদেদের জন্য নির্মিত হচ্ছে অর্ধশত ঘর

সাভার পৌর এলাকার পাশে সাভার ইউনিয়নের পুরাবাড়ি (খঞ্জনকাঠি) এলাকায় তিন একর ৫০ শতাংশ জমিতে বেদেদের জন্য গড়ে উঠছে উত্তরণ পল্লী। উত্তরণ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দেড় মাস আগে শুরু হয়েছে এ প্রকল্পের কাজ। সেখানে পঞ্চাশটি টিনশেড ঘর নির্মাণের কাজ চলছে পুরোদমে। এর মধ্যে সাতাশটি ঘর নির্মাণের কাজ অনেক দূর এগিয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে আড়াই লাখ টাকা।

উত্তরণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে উত্তরন পল্লীতে বেদেদের ঘর নির্মাণের কাজ শেষে নির্মাণ করা হবে স্কুল এবং গার্মেন্টস ভবন। উত্তরণ ফাউন্ডেশনের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে অবহেলিত বেদে পল্লীর লোকজন স্বালম্বী হতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App