×

জাতীয়

বাউয়েটে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০৬:৫৬ পিএম

বাউয়েটে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

বাউয়েটে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ক্যাম্পাসে বাংলাদেশ গণিত সমিতির সহায়তায় ‘১১তম জাতীয়  স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বাউয়েটের গণিত বিভাগের উদ্যোগে এ গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। একযোগে দেশের চারটি অঞ্চলে একই দিনে এ প্রতিযোগিতা অংশ হিসেবে রাজশাহী অঞ্চলের ১৫টি বিশ্ববিদ্যালয় ও কলেজের  স্নাতক পর্যায়ের ১৩৫জন শিক্ষার্থী বাউয়েট ক্যাম্পাসে অংশ নেয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এদিন  সকালে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা, গণিত অলিম্পিয়াড, জাতীয় গণিত সমিতির পতাকা এবং বাউয়েট পতাকা উত্তোলন করা হয়।  এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন জাতীয়  স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য সচিব ও বুয়েটের প্রফেসর ড. মোঃ মনিরুল আলম সরকার, অলিম্পিয়াড কমিটির সদস্য ও বুয়েটের প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম এবং রাজশাহী অঞ্চলের অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক ও বাউয়েটের সহযোগী অধ্যাপক মোঃ নাসির উদ্দীন, বাউয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোঃ মোশারফ হোসেনসহ ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ। পরে বিকালে স্কাইলাইট হলে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন। অনুষ্ঠানে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের নিজেদের মেধার বিকাশ এবং বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App