×

জাতীয়

জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালুর দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০৭:০৭ পিএম

জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালুর দাবি

যশোর ভবদহের জলাবদ্ধতার কারণে প্রতিনিয়ত এই এলাকার আর্থ-সামাজিক পরিবেশের বিপর্যয় ঘটছে। এই জলবদ্ধতা নিরসনে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে করণীয় এক মতবিনিময় সভায় বক্তারা এ মন্তব্য করেন।

অভয়নগরের মশিয়াহাটি কলেজ মিলনায়তনে শুক্রবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা বেগম, বিশেষ অতিথি ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান বিষ্ণু পদ দত্ত, শেখর চন্দ্র, মশিয়ার রহমান, বিকাশ রায়, নজমুত সাদত, মুক্তিযোদ্ধা অধীর কুমার পাড়ে, অধ্যক্ষ আব্দুল মোতালেব সরদার।

সভায় বক্তারা দেশের দক্ষিণ পশ্চিমাচ্নলের ভবদহের জলাবদ্ধতা জনিত কারণে পরিবেশ বিপর্যয় নিরসনে টিআরএম চালুর দাবি জানান। এছাড়া আমডাংগা খাল পুনঃখননেরও দাবি জানান। মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও পানি কমিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App