×

জাতীয়

‘চার্চ ও সমাজ রূপান্তর’ উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০৫:১৭ পিএম

‘চার্চ ও সমাজ রূপান্তর’ উদযাপন
‘চার্চ ও সমাজ রূপান্তর’ উদযাপন
[caption id="attachment_181448" align="alignleft" width="170"] অতিথিদের বরণ[/caption]

নবাবগঞ্জে বেসরকারি সংস্থা ল্যাম্ব-এর চার্চ ও কমিউনিটি ট্রান্সফরমেশন (সিসিটি) প্রকল্পের ‘চার্চ ও সমাজ রূপান্তর’ উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার রঘুনাথপুর কলেজ মাঠে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সাঁন্তাল আদিবাসিদের বর্ণিল অভ্যর্থনার মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। পরে ল্যাম্বের নির্বাহী পরিচালক, মি. খায়েল স্কটের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টিয়ারফান্ড-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদর্শন রিড্ডি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে টিয়ারফান্ড-বাংলাদেশ-এর সিসিটি অফিসার, শম্পা বাড়ৈ, ল্যাম্ব সাপোর্ট সার্ভিস ডিরেক্টর জোশ বানিং, ল্যাম্ব সিএইচডিপি ডিরেক্টর লিটন বালা, ডা. ক্রিস্টিন প্রিঙ্গার, লয়েস স্কট, এলসি হাসদা, বাপন মানখিন, টিয়ারফান্ড-বাংলাদেশ-এর পার্টনার ও উপজেলার ২২টি চার্চের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ল্যাম্ব সিসিটি প্রকল্প সমন্বয়ক উৎপল মিন্জ জানান, টিয়ারফান্ডের অর্থায়নে ২০১৬ সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটি আগামী মাসে শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App