×

জাতীয়

চরফ্যাশনে ৭০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০৮:১৩ পিএম

চরফ্যাশনে ৭০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

অবৈধ জাল জব্দ

চরফ্যাশনে ৭০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বুড়াগৌরাঙ্গা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২০টি বিন্দি জাল সহ ১ লাখ মিটার চর ঘেরা ও ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন কোস্টগার্ড চরমানিকা স্টেশন আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জালে আটকে থাকা ১০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার মারুফ হোসেন মিনালের নির্দেশে চর কচ্ছপিয়ার ৬টি এতিমখানায় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।

[caption id="attachment_181521" align="alignnone" width="700"] অবৈধ জাল জব্দ[/caption]

কোস্টগার্ড চরমানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন জানান বুড়া গৌরাঙ্গ নদীতে অভিযান পরিচালনাকালে চর কুকরী মুকরী, চর পশ্চিম দিঘল, মানিকা ঠৌডা নদী থেকে ২০ টি বিন্দি জাল সহ ১ লাখ মিটার চর ঘেরা ও ১ লাখ মিটার ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। অবৈধ এ জালের বাজার মুল্য প্রায় ৭০ লাখ টাকা।

সকালে উপজেলা মৎস্য কর্মকতার নির্দেশক্রমে চরকচ্ছপিয়া কোস্টগার্ডের অফিসের সামনে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App