×

জাতীয়

গরু ক্ষেত নষ্ট করায় সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০৮:৪৫ পিএম

জমিতে গরুর ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে বিলাইছড়ি উপজেলার কুতুবদিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গ্রাম পুলিশ ও এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন কুতুবদিয়ার গ্রাম পুলিশ দীপংকর তংচঙ্গ্যা (২৮) ও কলেজ শিক্ষার্থী শ্রীকান্ত তংচঙ্গ্যা (২২)।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী ঘটনা নিশ্চিত করে জানান, নিহত দীপংকর গ্রাম পুলিশ সদস্য ও অপরজন শিক্ষার্থী। আহতরা হলেন, সোনা বালা তংচঙ্গ্যা ও প্রশান্ত তংচঙ্গ্যা। এদের বিলাইছড়ি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, জমিতে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দীপংকর ও প্রশান্তর মধ্যে বাকবিতণ্ড দেখা দেয়। এক পর্যায়ে একে অপরের লোকজন নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে চারজন মারাত্মক জখম হয়।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দীপংকর ও শ্রীকান্তকে মৃত ঘোষণা করেন। আহত দুজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App