×

শিক্ষা

ইবি ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০৮:০৫ পিএম

ইবি ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সাবেক সভাপতি কমরেড মনজুরুল আহসান খান, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় সহ নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ক্যাম্পাসের আবাসিক হল সংলগ্ন এলাকাতে এ কর্মসূচী পালন করে তারা। ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক জি কে সাদিকের নেতৃত্বে মিছিলটি জিয়া হল মোড় থেকে শুরু হয়।এরপর সাদ্দাম হোসেন হল হয়ে বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মানববন্ধনে মিলিত হয়। এসময় তাদের ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ’অনিক রায় আহত কেন, বিচার চাই বিচার চাই’, 'শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না', 'মুক্তিযোদ্ধার উপর হামলা কেন, বিচার চাই বিচার চাই’ এরকম বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে মানববন্ধনে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক জি কে সাদিক, সাংগঠনিক সম্পাদক ইমানুল সোহান, পিয়াস, শফিক, আসিফ, রকি, সুইটসহ সংসদের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ‘যখন দুঃশাসন, দ্রব্যমূল্যের মূল্য উর্ধ্বগতিসহ বিভিন্ন সমস্যার বিরুদ্ধে আমরা রুখে দাড়িয়েছি, তখনই আমরা হামলার স্বীকার হয়েছি। জামালপুরে সিপিবি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মনজুরুল আহসানের উপর হামলা করা হয়েছে। পরে ঢাকায় প্রতিবাদ মিছিলে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড অনিক রায়ের উপর হামলা করা হয়েছে। আমরা এ মানববন্ধন থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App