×

জাতীয়

এখনো আন্দোলনের সময় হয়নি: ব্যারিস্টার মওদুদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০৬:৩৬ পিএম

আন্দোলনের জন্য এখনো পুরোপুরি উপযুক্ত সময় এসেছে বলে মনে করেন না বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। তার মতে, জনগণ এই সরকারের ওপর ক্ষুব্ধ। উপযুক্ত সময়ে যখন তারা কর্মসূচি দেবে দেশের মাটিতে গণ বিস্ফোরণ ঘটবে।

শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান, কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর, খোন্দকার সিরাজুল ইসলাম, ছাত্র মিশনের সৈয়দ মো. মিলন, শরিফুল ইসলাম, যুব মিশনের সৈকত চৌধুরী বক্তৃতা করেন।

এ সময় ব্যারিস্টার মওদুদ বলেন, সব কিছু বাদ দিয়ে শুধু মানবিক কারণে আমরা খালেদা জিয়ার জামিন চেয়েছি। আদালতের উচিত হবে তার মুক্তি দেয়া। আমি আশা করছি আদালত জামিন দেবেন আগামী সপ্তাহে। যদি না দেন তাহলে বুঝতে হবে সরকারের রাজনৈতিক কারণেই তার মুক্তি হচ্ছে না, মানবিক কারণেও তার মুক্তি হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App