×

আন্তর্জাতিক

আচমকা ট্রাম্পের প্রথম আফগান সফর

Icon

nakib

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯, ০১:০০ পিএম

আচমকা ট্রাম্পের প্রথম আফগান সফর

US President Donald Trump shares a Thanksgiving dinner with US troops at Bagram Air Field during a surprise visit on November 28, 2019 in Afghanistan. (Photo by Olivier Douliery / AFP) (Photo by OLIVIER DOULIERY/AFP via Getty Images)

আচমকা ট্রাম্পের প্রথম আফগান সফর

২৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে পালিত ”থ্যাংস গিভিনং ডে” উপলক্ষ্যে সৈন্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পূর্ব ঘোষণা ছাড়াই প্রথমবারের মতো আফগানিস্তানে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্ষিপ্ত সফরে ট্রাম্প মার্কিন সৈন্যদের সাথে সময় কাটান ছবি তুলেন এবং আফগান প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন ।

এ সময় তিনি আফগানিস্তানে অস্থিরতা শেষ হবে বলে আশা পোষন করে তালেবানদের সাথে আবারো আলেচনা শুরু হয়েছে বলে জানান। এর আগে গত সেপ্টেম্বরে বহুল প্রতিক্ষিত এ আলোচনা বন্ধ করে দিয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্প আফগানিস্তানে ১৮ বছর আগে মার্কিন হস্তক্ষেপের পর থেকে সৈন্যসংখ্যা কমিয়ে এনেছেন বলে উল্লেখ করেন। এখন সেখানে ১৩ হাজার মার্কিন সৈন্য রয়েছে। তালেবানের সাথে বন্দি বিনিময়ের পরই এ সফরে গেলেন ট্রাম্প।

এ আগে একবছরের বেশি সময় তালেবানের সাথে আলোচনা চলার পর কাবুলে এক হামলার পরিপ্রেক্ষিতে আলোচনা বাতিল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

রয়টার্স জানায় তালেবান নেতারাও গত সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের সাথে দোহায় আলোচনা হয়েছে বলে জানায়। তবে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি বলে জানায় তালেবান কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App