×

সাময়িকী

শবদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ০৬:২১ পিএম

শবদেহ পড়ে রয় উলঙ্গ শরীরে স্বজনের আহাজারি আনাচে কানাচে- প্রলাপে চরণ ধরে বিলাপে শিয়রে, অবলা যে বুলবুলি বেদনায় নাচে, অশথের শাখে বসে ভাবে সাতে পাঁচে। বিরহে চুম্বন কাঁশে দূর্বার শিশিরে, স্বপন টুকরো হয় সমাধির কাঁচে, লগন হলে ভিড়াবে শবের তরীরে। রাজা মহীন্দ্র অধম ফকির ফেরারী সকল পথিক প্রাণী নিঃস্ব মুসাফির, নিবেই মৃত্যুর স্বাদ আঁধার শর্বরী। প্রীতির বাঁধন খুলে ভেঙ্গে স্বর্গ নীড় পরাণ পাখিটা উবে স্বর্গে দেবে পাড়ি, রূহ বন্দি কারাগারে শবদেহ ভীড়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App