×

জাতীয়

মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় কমিটির বৈঠক বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ০৪:২১ পিএম

কোরাম সংকটের কারণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংসদ ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির নবম বৈঠক হওয়ার কথা থাকলেও সদস্যদের এক-তৃতীয়াংশ হাজির না হওয়ায় এই বৈঠক বাতিল করতে বাধ্য হন কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি ।

এ বিষয়ে কমিটির সভাপতি মেহের আফরোজ বলেন, কমিটির কোনো সদস্য দেশের বাইরে, কেউ অসুস্থ, কেউ কেউ এলাকায় এবং কেউ সকালে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকায় তারা বৈঠকে আসতে পারেননি। এজন্য কমিটির বৈঠক স্থগিত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্য মহিলা ও শিশু বিষক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা, মোজাম্মেল হোসেন, শাহজাহান মিয়া, এ এম নাঈমুর রহমান, আব্দুল আজিজ, সালমা ইসলাম, লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগম অনুপস্থিত থাকায় বৈঠক করা সম্ভব হয়নি। সংসদ সচিবালয়ে গণসংযোগ বিভাগ থেকে জানা গেছে, এসব সদস্যদের অনেকেই অসুস্থ, কেউ কেউ বিদেশ আবার ২-১ জন এলাকায় থাকায় বৈঠকে উপস্থিত হতে পারেন নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App