×

সাহিত্য

বুদ্ধদেব বসুর জন্মবার্ষিকী স্মরণে অনুদ্ধারণীয় মঞ্চস্থ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ১১:১৬ এএম

বুদ্ধদেব বসুর জন্মবার্ষিকী স্মরণে অনুদ্ধারণীয় মঞ্চস্থ
বুদ্ধদেব বসু একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সমালোচক ছিলেন। বিংশ শতাব্দীর বিশ ও ত্রিশের দশকের নতুন কাব্যরীতির সূচনাকারী কবি হিসেবে তিনি সমাদৃত। এই বরেণ্য লেখকের ১১০তম জন্মবার্ষিকী স্মরণে নাট্য সংগঠন অনুস্বর বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে নাটক অনুদ্ধারণীয়’র এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রযোজনাটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ড. মোহাম্মদ বারী। গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হয়। এটি অনুস্বরের প্রথম প্রযোজনা। অনুদ্ধারণীয় নাটকটি মূলত প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প। নাটকটির প্রধান দুই চরিত্র কবি ও কবিভক্ত অমিতের চূড়ান্ত দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী। বাস্তবতার দৃষ্টিকোণ থেকে অন্তঃসারহীন ভাববাদিতার অভিযোগে কবি অভিযুক্ত হন, এমনকি খ্যাতির চ‚ড়ায় প্রতিষ্ঠিত কবির বন্ধ্যা সৃজনশীলতার অভিযোগও কবিভক্ত অমিতের। স্খলিত কবির প্রকৃত সৃজনকে ভাবীকালে উত্তীর্ণ করার দায় নিয়ে অমিত কবিকে ধরে নিয়ে যায় তার ডেরায়। মুখোমুখি হয় দুজন। নাটকে কবি চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ বারী। আর অমিত চরিত্রের রূপায়ণ করেছেন মেহমুদ সিদ্দিকী লেনিন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ সুমন, নুরুজ্জামান বাবু, সরকার জামান, এস আর সম্পদ, ফৌজিয়া করিম, মোহাম্মদ রাকিব, সুমন আকন্দ ও আশিক। নাটকটির প্রযোজনা অধিকর্তা রোকেয়া রফিক বেবী। নাটকের নেপথ্য কুশীলবদের মধ্যে নির্দেশনা সহকারী ছিলেন স্বাধীন শাহ। মঞ্চ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন সরকার জামান। মঞ্চ ও ভিজ্যুয়াল ডিজাইনে ছিলেন শাহীনুর রহমান ও সহযোগী আরিফ সাকিল। ভিজ্যুয়াল প্রক্ষেপণে ছিলেন রানা শিকদার। আলোক পরিকল্পনা করেন অম্লান বিশ্বাস ও আবু সুফিয়ান বিপ্লব। আলোক প্রক্ষেপণে ছিলেন আবু সুফিয়ান বিপ্লব ও আবদুল আলীম। আবহ সঙ্গীত পরিকল্পনা করেছেন সেলিম মাহবুব। কোরিওগ্রাফিতে ছিলেন অনিকেত পাল বাবু। পোশাক পরিকল্পনা করেছেন ফৌজিয়া করিম। আজ বৃহস্পতিবার একই মঞ্চে প্রদর্শনী হবে ‘রাত ভরে বৃষ্টি’। নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। ১১তম যাত্রানুষ্ঠান আজ : যাত্রাশিল্পের নবযাত্রা শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে ১১তম যাত্রানুষ্ঠান-২০১৯ আয়োজন করেছে বাংলোদেশ শিল্পকলা একাডেমি। যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার থেকে শুক্রবার দুই দিনব্যাপী জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে যাত্রানুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ৭টি যাত্রাদলের যাত্রাপালা মঞ্চায়নের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। যাত্রাশিল্প উন্নয়ন কমিটির প্রতিদিন ৩ জন সদস্য যাত্রা অনুষ্ঠানে উপস্থিত থেকে যাত্রাপালা মূল্যায়ন করবেন এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে। সদস্যরা হলেন এস এম মহসীন, রামেন্দু মজুমদার, মো. বদরুল আনম ভ‚ঁইয়া, ড. আফসার আহমদ, তাপস সরকার, মিলন কান্তি দে, নাসিরউদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ, জ্যোৎস্না বিশ্বাস। উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ১০টি পর্যায়ে ১১১টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে এবং ১৫টি যাত্রাদলকে বিভিন্ন অভিযোগে নিবন্ধন বাতিল করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App