×

সারাদেশ

ফুলবাড়ীয়ায় এএসআইয়ের বাসা থেকে রিভলবার চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ০৩:১০ পিএম

ফুলবাড়ীয়ায় এএসআইয়ের বাসা থেকে রিভলবার চুরি
ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার এএসআই আমিনুল ইসলামের বাসা থেকে তার নামে ইস্যু করা রিভলবার চুরি হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) রাতের কোনো এক সময় উপজেলা সদরের পুরাতন বাসস্টেশন-সংলগ্ন মাস্টার ভিলা নামক একটি ভাড়া বাসা থেকে তার অস্ত্রটি চুরি হয়েছে বলে স্বীকার করেছেন ফুলবাড়ীয়া থানার ওসি ফিরোজ তালুকদার। বাসাটি সিলগালা করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ ঘটনায় মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে এএসআই আমিনুল কে ক্লোজ করে ময়মনসিংহ পুলিশ লাইনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। এএসআই আমিনুল ইসলাম ভালুকা থানা থেকে ৫-৬ মাস আগে ফুলবাড়ীয়া থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই পুরাতন বাসস্টেশন দোতলা বাসার নিচতলায় ভাড়া থাকতেন। গতকাল গিয়ে এলাকায় জানাযায় , এএসআই আমিনুল ইসলামের ভাড়া বাসা সিলগালা করা। এলাকাবাসী জানান, বাসায় চুরির সন্দেহে উপজেলা সদরের বিসমিল্লাহ কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান মালামাল নামিয়ে ত্রিশাল পর্যন্ত চলে গেলে এএসআই ত্রিশাল থানা পুলিশের সহায়তায় কাভার্ড ভ্যানসহ চালক রফিকুল ইসলামকে (৪০) ফুলবাড়ীয়া থানায় নিয়ে আসেন। চালক রফিকুল ইসলামকে এএসআই আমিনুল ইসলাম তার ভাড়া বাসায় বেধড়ক মারপিট করেন।খবর জানার পর পরিবহন শ্রমিকরা সন্ধ্যার পর থানা ঘেরাও করে অবস্থান নেয়। খবর পেয়ে সার্কেল এএসপি আল আমীন ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে এক ঘণ্টা পর ঘেরাও তুলে নেন পরিবহন শ্রমিকরা। ফুলবাড়ীয়া উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজল মিয়া জানান, পুলিশের এএসআই আমিনুল উচ্ছৃঙ্খল। তার বাসায় অপরিচিত মেয়েদের আনাগোনা ছিল। অহেতুক ওই শ্রমিককে আটক করে মারপিট করা হয়েছে। এ ব্যাপারে সার্কেল এএসপি আলামীন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট দিয়ে দিয়েছি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ফুলবাড়ীয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানান, এএসআই আমিনুলের বাসা থেকে অস্ত্র চুরি হয়েছে। বাসা সিলগলা করা হয়েছে। তাকে ময়মনসিংহ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App