×

বিনোদন

ফরিদুর রেজা সাগরের ‘মিষ্টিপান’ নিয়ে সিরিজ নাটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ০৪:৪০ পিএম

ফরিদুর রেজা সাগরের ‘মিষ্টিপান’ নিয়ে সিরিজ নাটক
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর অনেক বছর ধরেই টিভি সিরিজের জন্য গল্প লিখে চলেছেন। তার লেখা মুক্তিযুদ্ধের গল্পে ‘বাড়ি’ সিরিজ এবং গোয়েন্দা কাহিনী ভিত্তিক ‘ছোটকাকু’ সিরিজগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার তিনি লিখেছেন ‘মিষ্টিপান’ নামের একটি গল্প। এ গল্পে ইতোমধ্যে নাটকও নির্মিত হয়েছে। প্রায় দশ পর্বের এ সিরিজে উঠে এসেছে ঢাকা শহরের ইতিহাস ঐতিহ্যে। তবে একটি খুনের ঘটনা উদঘাটনের চেষ্টার মধ্য দিয়ে এ সিরিজের মূল গল্প এগিয়ে চলে। গোয়েন্দা কাহিনী ভিত্তিক এ সিরিজে একটি খুনের ঘটনা উদঘাটনের দায়িত্বে থাকেন সিআইডি কর্মকর্তা তারিক আনাম খান। আর সাদিয়া ইসলাম মৌকে দেখা যাবে একজন নৃত্যশিল্পী হিসেবে এবং টিভি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন নিশাত প্রিয়া। সিরিজটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন ধর। এ সিরিজে আরো অভিনয় করেছেন কণ্ঠশিল্পী আগুন, এস এম মহসীন, খলিলুর রহমান কাদেরী প্রমুখ। সপ্তাহে দুদিন প্রচারিতব্য সিরিজটি চ্যানেল আইতে প্রচার হবে ২৯ নভেম্বর শুক্রবার এবং ১ ডিসেম্বর রবিবার রাত ৯.৩৫ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App