×

বিনোদন

ধর্মানুভূতিতে আঘাত, বিতর্কে দাবাং থ্রি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ০৪:৩১ পিএম

ধর্মানুভূতিতে আঘাত, বিতর্কে দাবাং থ্রি
‘দাবাং’-এর দুই কিস্তির পর ভক্তদের চাহিদার কথা মাথায় রেখে নির্মিত হয়েছে ‘দাবাং থ্রি’। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ছবির প্রথম লুক, পোস্টার, টিজার ও গান। প্রকাশের পর সালমান খান ভক্তরা বেজায় খুশি। তবে এক শ্রেণির মানুষ ছবির গান নিয়ে আপত্তি তুলছেন। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গিয়েছে, ছবির টাইটেল ট্র্যাকে সালমান খানের চারপাশে সাধু সন্ন্যাসীরা নাচছেন। আরো দেখা যায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে। তারা এক সঙ্গে আশীর্বাদ করছেন চুলবুল পান্ডেকে। এসব হিন্দু ধর্মাবলম্বীদের আবেগকে আঘাত দিয়েছে বলে অভিযোগ করছেন অনেকে। অনেকে আবার প্রকাশ্যে এর প্রতিবাদও শুরু করেছেন। এদিকে সুনীল ঘানওয়াত নামে এক ব্যক্তি ভারতীয় সেন্সর বোর্ডের কাছে ‘দাবাং থ্রি’ মুক্তিতে স্থগিতাদেশ দিতে আবেদন করেছেন। তবে এসব নিয়ে এখনো সাল্মান খান কোনো মন্তব্য করেননি। দাবাং থ্রিতে সালমানের বিপরীতে আছেন সোনাক্ষী সিনহা। ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা। ২০১০ সালে মুক্তি পেয়েছিল ‘দাবাং’। প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপ। এরপর ২০১২ সালে মুক্তি পায় ‘দাবাং’-এর সিক্যুয়াল ‘দাবাং টু’। দ্বিতীয় কিস্তি পরিচালনা করেন আরবাজ খান। এরপর মাঝে সাত বছরের বিরতি নিয়ে আবার শুরু হয় তৃতীয় কিস্তির শুটিং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App