×

সাময়িকী

টোকাইয়ের টুকিটাকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ০৭:৩১ পিএম

টোকাইয়ের টুকিটাকি
  •  টোকাই প্রথম প্রকাশিত হয় ১৯৭৮ সালের ১৭ মে, সাপ্তাহিক বিচিত্রায়।
  •  টোকাই নামটি দিয়েছিলেন রফিকুন নবী নিজেই। শুরুতে ভেবেছিলেন ‘টোকাইনা’, পরে ‘না’ বাদ দিয়ে রেখে দেন ‘টোকাই’। শব্দটি পরে অভিধানেও যুক্ত হয়।
  •  টোকাইয়ের বয়স আট-নয় বছর। বয়সটা এখনো এক জায়গাতেই থেমে আছে।
  •  সারা বিশ্বই তার ঘরবাড়ি। কখনো সে থাকে পয়ঃনিষ্কাশনের কংক্রিটের পাইপে, কখনো বড় মুখ খোলা ডাস্টবিনে, ঠেলাগাড়িতে কিংবা পার্কের বেঞ্চে।
  •  টোকাই কেবল মানুষ নয়, কথা বলেছে কাক, কুকুর, গরু, ছাগল, মশা ও কাকতাড়ুয়ার সঙ্গেও।
  •  শীত-গ্রীষ্ম-বর্ষা- বছরের ১২ মাসই টোকাইয়ের পোশাক বলতে ওই একটা লুঙ্গি। রনবী একবার প্যান্ট পরিয়েছিলেন, পাঠক লুঙ্গিটাই পছন্দ করেছে। এ ছাড়া নির্বাচনের মৌসুমে একবার শার্টও পরেছিল টোকাই। শার্টটা এতই বড় ছিল যে সে বলেছিল, ‘ভোটে পাইছি। তয় সাইজ দেইখা মনে হয় ম্যালা ভোট পার করতে পারমু।’
  • পাঠকের অনুরোধে রনবী একবার টোকাইকে গ্রামেও নিয়ে গিয়েছিলেন। সে সময় গ্রামের জীবন, রাজনীতি, পরিবেশ, প্রকৃতি- এসবই উঠে এসেছিল টোকাইয়ের জবানে।
  • মোটাদাগে আটটি বিষয়ে কথা বলেছে টোকাই। সেগুলো হলো পরিবেশ, রাজনীতি, সন্ত্রাস, দুর্নীতি, সামাজিক মাৎস্যন্যায়, শিক্ষা, সংস্কৃতি এবং টোকাইয়ের নিজস্ব বৃত্তান্ত।
  • ১৯৭৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রতি সপ্তাহে টোকাই ছাপা হতো সাপ্তাহিক বিচিত্রায়। ১৯৯৬ সালে বিচিত্রা বন্ধ হওয়ার পর ১৯৯৯ সালে সাপ্তাহিক ২০০০-এ আবার টোকাই আঁকতে শুরু করেন রনবী। সেখানে টোকাই সর্বশেষ ছাপা হয় ২০০৪ সালে।
  • টোকাইয়ের ২৫ বছর পূর্তিতে গ্যালারি চিত্রকে রনবীর একক প্রদর্শনী হয় ২০০৪ সালে। সংগৃহীত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App