×

সাময়িকী

খুঁজবো মঙ্গলগ্রহে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ০৬:২২ পিএম

সেই যে হারিয়ে গেলে গাঢ় অন্ধকারে প্রগাঢ় শ্যামলিমায়; হারিয়ে গেলে লোকারণ্যের ভিড়ে, দলিত মথিত পদপিষ্ট পঙ্কিলতায় ঘন অমানিশায়; সেদিন ছিল শ্রাবণ কাজল সন্ধ্যা!! তোমায় খুঁজে ফিরি অহর্নিশ প্রাণের গহীনে কোমলতায়; তব স্মৃতি মম অন্তরে রক্ত ঝরে, আঁখিতে বারি উছলায়, হারানো বিজ্ঞাপন দিয়েছি হংস বলাকার ডানায়, দিয়েছি গাঙচিলের পায়ে বেঁধে; বাদ দেইনি তোমার চিরচেনা সেই কবুতরের টুকটুকে রাঙা পা!! খুঁজে খুঁজে চলে এসেছি পাহাড়ের পাদদেশে; হরিণের বেশে সবুজ অরণ্যে, পাহাড়ের কান্নায় বয়ে যাওয়া ঝর্ণাকে শুধিয়েছি, তোমায় দেখেছে কি না? অতঃপর দারুচিনি দ্বীপে!! খুঁজবো তোমায় অনাদিকাল; মেঘের দেশে তারাদের মাঝে, মঙ্গলগ্রহে, গ্রহ থেকে গ্রহান্তরে; তারপর মন পবনের নায়ে ভেসে ভেসে, চৈতালি দিনের পুবালি হাওয়ায় হারাবো আমি অচিনপুরে যেখান থেকে যায় না ফেরা, বসত চিরন্তন!!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App