×

আন্তর্জাতিক

ইরাকের ইরানি দূতাবাসে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা

Icon

nakib

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ১১:২৬ এএম

ইরাকের ইরানি দূতাবাসে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা

ইরাকে দূর্নীতির বিরুদ্ধে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মাঝে দেশটিতে অবস্থিত ইরানের দূতাবাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। বিক্ষোভকারীরা ভবনে প্রবেশের পূর্বেই নাজাফে অবস্থিত দূতাবাস কর্মীরা নিরাপদে বেরিয়ে যায়।

এ সময় বিক্ষোভকারীরা ’ইরান ইরাক ছাড়’ বলে স্লোগান দিতে থাকে। এ মাসে ইরানি স্থাপনায় ২য় বারের মতো হামলার ঘটনা ছিল এটা। এর তিন সপ্তাহ আগে কারবালায় ইরানের আরেকটি দূতাবাস ভবনে হামলার ঘটনা ঘটেছিল।

২ মাস ধরে চলমান এ অস্থিরতায় এখন পর্যন্ত ৩৪৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জনগন দুর্নীতির অবসান, নতুন চাকরি ও ভালে সরকারী সেবা প্রদানের দাবী জানিয়ে আসছে। বিক্ষোভকারীরা ইরাকের বিষয়ে ইরানের হস্তক্ষেপ ও সরকারকে সমর্থন জানিয়ে সহায়তা করায় ইরানের উপর ফুসে ওঠে। ফলে পুলিশের বাধাঁ উপেক্ষা করে তারা দূতাবাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়।

২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর দেশটিতে ক্ষমতার কেন্দ্রে আসে শিয়াসমর্থিত সরকার। তথন থেকেই ইরানী সরকার ইরাকের অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক খাতের উন্নয়নে এগিয়ে আসে। তবে ১৬ বছরের ব্যধানে অতিরিক্ত হস্তক্ষেপের অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে রাজপথে নামলো বিক্ষুদ্ধ ইরাকিরা ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App