×

সারাদেশ

১৫ দাবিতে উত্তরবঙ্গে পেট্রল পাম্পে ধর্মঘট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ১০:৫২ এএম

১৫ দাবিতে উত্তরবঙ্গে পেট্রল পাম্পে ধর্মঘট
তেল বিক্রির কমিশন বাড়ানো, পেট্রল পাম্পসংলগ্ন জমির মাসুল কমানোসহ ১৫ দফা দাবিতে উত্তরবঙ্গের সব পেট্রল পাম্পে আগামী ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স এসোসিয়েশন এবং পেট্রল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটি। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেন বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব এবং পেট্রল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় আহ্বায়ক মিজানুর রহমান। এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি এম এ মোমিন, বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কোষাধ্যক্ষ এ আর এম খোরশেদ আলম, বিশেষ প্রতিনিধি এ বি এম সিদ্দিক, উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ী ঘাট শাখার সভাপতি আজিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লা, পেট্রল পাম্প মালিক আবদুর করিম, জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ১৫ দফা দাবির মধ্যে রয়েছে জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করা, জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশন উৎপাদনকারী প্রতিষ্ঠান নাকি পরিবেশক পরিশোধ করবেন সেটা সুনির্দিষ্ট করা, প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাংক লরির শ্রমিকদের ৫ লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা প্রদানের নীতিমালা প্রণয়ন করা, ট্যাংক লরির ভাড়া বাড়ানো, পেট্রল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল, পেট্রল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল করা, পেট্রল পাম্পে অতিরিক্ত পাবলিক টয়লেট, জেনারেল স্টোর ও ক্লিনার নিয়োগের বিধান বাতিল করা, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক পেট্রল পাম্প সংলগ্ন মহাসড়কের পাশের জমি ইজারা গ্রহণের প্রথা বাতিল করা, ট্রেড লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স ছাড়া অন্য দপ্তর বা প্রতিষ্ঠান কর্তৃক লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতার নিয়ম বাতিল করা, বিএসটিআই কর্তৃক ভ‚গর্ভস্থ তেল মজুতের ট্যাংক ৫ বছর পরপর বাধ্যতামূলক ক্যালিব্রেশনের সিদ্ধান্ত বাতিল, ট্যাংক লরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, সুনির্দিষ্ট দপ্তর ছাড়া সরকারি অন্যান্য দাপ্তরিক প্রতিষ্ঠান কর্তৃক ডিলার বা এজেন্টদের অযথা হয়রানি বন্ধ করা, নতুন পেট্রল পাম্প স্থাপনের ক্ষেত্রে পেট্রল পাম্পের মালিক সংগঠনের ছাড়পত্রের বিধান চালু করা, পেট্রল পাম্পের পাশে যে কোনো স্থাপনা নির্মাণের আগে জেলা প্রশাসকের অনাপত্তি সনদ গ্রহণ বাধ্যতামূলক করা এবং সড়ক-মহাসড়ক থেকে ট্যাংক লরি থেকে জোরপূর্বক পৌরসভার চাঁদা আদায় বন্ধ করতে হবে। মিজানুর রহমান বলেন, ৩০ নভেম্বরের মধ্যে ১৫ দফা দাবি না মানা হলে আগামী ১ ডিসেম্বর ভোর ৬টা থেকে রাজশাহী ও রংপুর বিভাগের সব পেট্রল পাম্পে ধর্মঘট পালন করা হবে। ধর্মঘট পালনের সময় জ্বালানি তেল ডিপো থেকে উত্তোলন, পরিবহন এবং বিপণন বন্ধ থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সড়ক ও জনপথ বিভাগ নির্ধারিত পেট্রল পাম্পসংলগ্ন জমির শতাংশপ্রতি ভাড়া শহরের জন্য ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা ও গ্রামের জন্য ৪০০ থেকে ৯০০ টাকা ছিল। এখন এই ভাড়া বাড়িয়ে শতাংশপ্রতি লক্ষাধিক টাকা করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে গ্রামে শতাংশপ্রতি ৪০০ টাকার পরিবর্তে দুই লক্ষাধিক টাকা পরিশোধ করতে হবে। পেট্রল পাম্পের সামনে মহাসড়কসংলগ্ন জায়গা ভাড়ার প্রথা বাতিল করতে হবে। অতীতে এসব দাবি ও সংস্কার নিয়ে সরকারের জ্বালানিমন্ত্রীসহ নানা দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। দাবি আদায়ে আশ^স্তও করা হয়েছে। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও দাবি পূরণ হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App