×

জাতীয়

আইএসের টুপি পড়ে এজলাসে, বিষয়টি তদন্ত হওয়া উচিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ০২:৩৭ পিএম

আইএসের টুপি পড়ে এজলাসে, বিষয়টি তদন্ত হওয়া উচিত
আইএসের টুপি পড়ে এজলাসে, বিষয়টি তদন্ত হওয়া উচিত
জঙ্গি গোষ্ঠী আইএসের প্রতীক সম্বলিত টুপি পরে আসামিদের এজলাসে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে এ ব্যাপারটার তদন্ত হওয়া উচিত। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এ কথা জানান। আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, হলি আর্টিজান মামলার রায়ে সাত জনের মৃত্যুদন্ড হওয়ায় সরকার সন্তুষ্ট। সন্ত্রাস দমন আইনে এই মামলায় মোট আসামি ছিলেন ২১ জন। এর মধ্যে ঘটনার সময় ৫ জন এবং ঘটনার পর অভিযানে এনকাউন্টারে মারা গেছেন ৮ জন। ২১ আসামীর মধ্যে ১৩ জনই মারা গেছেন। বিচারের জন্য ৮ জনকে কাঠগড়ায় তোলা হয়েছিল, এর মধ্যে ৭ জনকে মৃত্যুদন্ড এবং একজনকে খালাস দেয়া হয়েছে। মন্ত্রী বলেন, যেসব মামলা দেশের শেকরে গিয়ে ধাক্কা খায় সেসব মামলা দ্রুত শেষ করাও সরকারের সন্তুষ্ট হওয়ার কারণ। গত ডিসেম্বর থেকে এই মামলার বিচার কাজ শুরু হয়েছে। এই মামলার বিচার কাজ শেষ করতে ২১১ জন সাক্ষীর মধ্যে প্রয়োজনীয় ১১৩ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। এই বিচারের মাধ্যমে আমরা সারাবিশ্বের কাছে প্রমাণ করতে পেরেছি, বাংলাদেশে এসব কাজ করে কেউই রেহাই পায় না। সম্পূর্ণ বিধিবিধান মেনে এসব মামলার বিচার হয়। এসময় তিনি নুসরাত ও ২১ আগস্ট মামলা নিয়ে কথা বলেন। তিনি বলেন, হাইকোর্টে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ২১ আগস্ট মামলা এবং ৩১ জানুয়ারির মধ্যে নুসরাত হত্যা মামলার পেপারবুক তৈরি হয়ে যাবে। আমরা চেষ্টা করব ২০২০ সালের মধ্যে যাতে মামলাগুলোর শুনানি শেষ করা যায়। সাগর-রুনি ও তনু হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, এগুলো তদন্তাধীন। যতক্ষন পর্যন্ত তদন্ত শেষ হবে না কিংবা যতক্ষন পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা অথবা তদন্তকারী সংস্থা তদন্তে সন্তুষ্ট হবেন না ততক্ষন পর্যন্ত মামলার চূড়ান্ত রিপোর্ট দেয়া যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App