×

জাতীয়

বাংলাদেশের মানুষ জঙ্গিবাদে বিশ্বাসী নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ০৫:০৫ পিএম

বাংলাদেশের মানুষ জঙ্গিবাদে বিশ্বাসী নয়
বাংলাদেশের মানুষ কখনোই জঙ্গিবাদে বিশ্বাস করে না। তাই কখনোই এ দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না বলে মনে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বুধবার (২৭ নভেম্বর) গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করে এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব বলেন। বিবৃতিতে জিএম বলেন, সাড়ে তিন বছর আগে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় পৈশাচিক হামলায় দেশের ভামূর্তি দারুণভাবে ক্ষুন্ন হয়েছে। এ রায়ে দেশের ভাবমূর্তি অনেকাংশে পুনরুদ্ধার হবে। বাংলাদেশের মানুষ কখনোই জঙ্গিবাদে বিশ্বাস করে না। তাই কখনোই এ দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। উল্লেখ্য, তিন বছর আগে গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার সাত আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন র‍্যাশ, মো. হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. আব্দুল সবুর খান, শরিফুল ইসলাম খালেক ও মামুনুর রশীদ রিপন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App