×

সারাদেশ

খুলনা-যশোর অঞ্চলের পাটকল শ্রমিকদের প্রতীকী অনশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ১২:০০ পিএম

খুলনা-যশোর অঞ্চলের পাটকল শ্রমিকদের প্রতীকী অনশন
খুলনা-যশোর অঞ্চলের পাটকল শ্রমিকদের প্রতীকী অনশন
১১ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা সকাল ৮ থেকে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে বুধবার(২৭ নভেম্বর) সকাল ৮টায় মিলের উৎপাদন বন্ধ করে পাটকলের প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক ৬ দিনের আন্দোলনের ২য় দিনে এ কর্মসূচি পালন করে। পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরী -বেতন পরিশোধ, মজুরী কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরী প্রতি সপ্তাহে প্রদান সহ ১১ দফা দাবিতে গত ১৭ নভেম্বর ৬ দিনের কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। এ কর্মসূচির ২য় দিনে আজ সকাল ৮টায় ক্রিসেন্ট,প্লাটিনাম, দৌলতপুর , খালিশপুর, দিঘলিয়া, আলীম, ইর্ষ্টাণ, কার্পেটিং ও জেজেআই জুট মিলের শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে না যেয়ে স্ব স্ব মিল গেটে সমবেত হয়। সেখানে শ্রমিকরা পৃথক পৃথক ভাবে মূল ফটকের সামনে অনশন কর্মসূচিতে অংশ নেয় । এই কর্মসূচি চলাকালে পৃথক পৃথক ভাবে মিল গেটে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক আঃ হামিদ সরদার, যুগ্ম আহবায়ক মোঃ মুরাদ হোসেন, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা সারমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, খালিশপুর জুট মিল সিবিএর সভাপতি আবু দাউদ দ্বীন মোহাম্মদ , সাধারন সম্পাদক ইব্রাহীম শেখ সহ সিবিএ-নন সিবিএ নেতারা। সমাবেশে বক্তারা অবিলম্বে শ্রমিকদের ৯ দফা বাস্তবায়নের জন্য বিজেএমসি কর্তৃপক্ষের কাছে জোর আহবান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App