×

সারাদেশ

শেরপুরে কদর বেড়েছে ধান কাটা শ্রমিকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ১১:৪৪ এএম

শেরপুরে কদর বেড়েছে ধান কাটা শ্রমিকের

কাক ডাকা ভোরে শীতের কুয়াশা জড়ানো সকালে বগুড়ার শেরপুরে বসে শ্রমিকের হাট। এখন ধান কাটা শ্রমিকের বেড়েছে কদর। মঙ্গলবার(২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে পৌরশহরের করতোয়া নদীর ঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, ধান কাটা শ্রমিকের ভিড়। গৃহস্থেরা ধান কাটা শ্রমিক নেবার জন্য দরদাম করছেন। শ্রমিকেরাও মৌসুমী বাড়তি উপার্জনের জন্য দর হাঁকছেন। ফুলবাড়ী গ্রামের মোশাররফ হোসেন জানান, ৫শ টাকার নিচে ধান কাটা শ্রমিক পাওয়া মুশকিল। অন্যদিন যেখানে ৩শ টাকায় এক দিনের শ্রমিক পাওয়া যেত। ধান কাটা শুরু হওয়ায় এখন শ্রমিকদের কদর বেড়েছে। শ্রমিকেরা জানান, ধান কাটার জন্য দুই মৌসুমে কেবল তারা ডাক পান। বাজারে দ্রব্যমুল্য বেশি তাই কম পারিশ্রমিকে পোষায় না। কৃষকেরা জানান, বাজারে ধানের যে দাম তাতে প্রায় এক মণ ধানের দামই দিতে হচ্ছে একজন শ্রমিককে। উপজেলায় এখন পুরোদমে শুরু হয়েছে আমন ধান কাটা মাড়াই। চলবে আরো ১৫/২০ দিন। তাই ধান কাটা শ্রমিকের চাহিদা এখন বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App