×

জাতীয়

লোকসানী চিনিকলগুলো বেসরকারি করার সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ১০:০৩ পিএম

দেশের লোকসানে চলা চিনিকলগুলোকে বেসরকারিকরণের সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আর দু-একটি চিনিকলকে লাভজনক করতে পাইলট প্রকল্প গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৮ম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ইমাজ উদ্দিন প্রমানিক, মামুনুর রশীদ কিরণ এবং হোসনে আরা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে লোকসানে চলা চিনিকলগুলোকে বেসরকারী করণের কথা বলেন। তারা বলেন, এদের মধ্যে ২-১টি চিনি কলকে যদি পাইলট প্রকল্পের আওতায় আনা যায় তাহলে হয়তো লাভের মুখ দেখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App