×

আন্তর্জাতিক

লন্ডনে লাইসেন্স হারাচ্ছে উবার

Icon

nakib

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ১২:৫৬ পিএম

লন্ডনে লাইসেন্স হারাচ্ছে উবার

নিরাপদ যাত্রীসেবা দিতে ব্যর্থতার অভিযোগে লন্ডন পরিবহন কর্তৃপক্ষ উবারের লাইসেন্স আর নবায়ন করছে না। ফলে ২০১৭ সালের পর ২য় বারের মতো লাইসেন্স হারাতে যাচ্ছে ভাড়ায় পরিবহনসেবা প্রদানকারী সংস্থাটি।

তবে এ সিদ্ধান্তকে পুরোপুরি অন্যায় দাবি করে এ বিষয়ে কোর্টে আপিল করতে যাচ্ছে বিশ্বব্যাপী যাত্রীসেবা প্রদানকারী সংস্থাটি। সেক্ষেত্রে বিষয়টি মিমাংসা হওয়ার আগ পর্যন্ত ব্যবসা পরিচালনায় কোন সমস্যা হবে না তাদের।

লন্ডনে উবারের প্রায় ৪৫ হাজার নিবদ্ধিত চালক রয়েছে। যেখানে উবারের প্রায় ১ লাখ ২৬ হাজার কালো ট্যাক্সিক্যাব চলাচল করে। তবে পরিবহন সংস্থা টিএফএল বলছে উবার যাত্রীনিরাপত্তা হুমকির মুখে ফেলেছে।

অভিযোগে অনুমোদন ছাড়াও উবারের অ্যাকাউন্ট ব্যবহার করে গাড়ি চালনোর ঘটনা উল্লেখ্য করা হয়। লাইসেন্স ছাড়াও উবারের অ্যাকাউন্ট করার মতো গুরুতর অভিযোগ আনা হয়।

লন্ডল মেয়র বলছেন উবার চালকদের কাছে এ সিদ্ধান্ত কঠিন হলেও নিরাপত্তার বিষয়টি সবার আগে নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, এর আগে ডেনমার্ক, বুলগেরিয়া, হাঙ্গেরিতেও সমস্যায় পড়তে হয় যুক্তরাস্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান উবারকে। গত মে মাসে তুরস্ক থেকেও কোন কারণ না জানিয়ে উবার এক্সএল সেবা প্রত্যাহার করে নেয় সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App