×

সারাদেশ

রাজৈরে বিদ্যুৎস্পৃষ্ঠে নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ০৩:০৯ পিএম

রাজৈরে বিদ্যুৎস্পৃষ্ঠে নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু
মাদারীপুরের রাজৈরে ঘরের চালে লাউ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবাই খন (১৪) নামের নবম শ্রেণীর এক ছত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার( ২৬ নভেম্বর) সকাল ১১টায় রাজৈর পৌর এলাকার পশ্চিম রাজৈর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রুবাই খান একই এলাকার শওকত খানের এক মাত্র ছেলে ও স্থানীয় সরকারি রাজৈর গোপালগঞ্জ কেজেএস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। তার অকাল মৃত্যুতে সারা এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রগুলো জানায়, সকাল ১১টার দিকে রুবাই ঘরের চালে লাউ কাটতে যায়। এ সময় ঘরের সামান্য ওপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের খোলা তার আকস্মিক তার গলায় জড়িয়ে গেলে রুবাই ঠায় দাড়িয়ে থাকে। প্রতিবেশীরা এ অবস্থা দেখতে পেয়ে লাঠি সোটা দিয়ে পিটিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে ফেলে। এতে রুবাই ঘরের চালের ওপর পড়ে যায়। পরে স্থানীয়রা রুবাইকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজৈর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিঠুন বিশ্বাস জানান, বিদ্যুৎপৃষ্ট হাসপাতালের আনার আগেই রুবাইতের মৃত্যু হয়। এদিকে রুবাই এর অকাল মৃত্যুর খবরে সারা এলাকায় কান্নার রোল পড়ে যায়। তাকে এক নজর দেখার জন্য সহপাঠী সহ স্থানীয়রা ভীড় করে। এ ঘটনায় পুরো এলাকায় বইছে শোকের মাতম। রাজৈর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারো কোন অভিযোগ না থাকা ও প্রশাসনের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App