×

সারাদেশ

বাঞ্ছারামপুরে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ০৩:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে পুলিশের ওপর হামলার ঘটনার মামলায় ছলিমাবাদ ও সাহেব নগর গ্রামের ১০জনকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার শেষ দিন গত রবিবার উপজেলার ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহে বাধা দেওয়ায় ইউনিয়ন যুবলীগ সভাপতি মির্জা মোজাম্মেল হক অপুর নেতৃত্বে কতিপয় লোক কর্তব্যরত পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম এর ওপর হামলা চালিয়ে আহত করে। এ ব্যাপারে কেন্দ্র সচিব পারভীন আক্তার বাদী হয়ে অপুকে প্রধান আসামি এবং আরো ২০/৩০ জন অজ্ঞাত নামার বিরুদ্ধে মামলা করলে গতকাল সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হল বাচ্চু মিয়া(৬৫),আবুল কালাম(৫৫),দেলোয়ার হোসেন(৪০), সুজন মিয়া(১৯),মোঃ তাজুল ইসলাম(৩১),সাজিদ মিয়া(১৯), মোঃ জিলানি(২১), মোঃ বিপ্লব মিয়া(২০), সোহেল মিয়া(২৬), চন্দন দাশ(১৯)। তাদেরকে আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরণ করা হয়। তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। বাঞ্ছারামপুর মডেল থানা অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন চৌধুরী বলেন, গত রবিবার ছলিমাবাদ কেন্দ্রে অপু নামের এক ছেলে নকল সরবরাহ করতে গেলে পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম বাধা দেয়ায় তাকে মারধর করে। এব্যাপারে কেন্দ্র সচিব মামলা করেছে । প্রধান আসামিসহ অন্যদেরকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App