×

সারাদেশ

প্রধানমন্ত্রীর দেয়া উপহার চুরি, উদ্ধার করল র‌্যাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ১১:২৬ এএম

প্রধানমন্ত্রীর দেয়া উপহার চুরি, উদ্ধার করল র‌্যাব
বীরবিক্রম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হকের স্ত্রীকে প্রধানমন্ত্রীর উপহার দেয়া মোবাইল ফোনটি গত ২১ নভেম্বর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হয়। বিষয়টি তিনি র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পকে জানালে চুরি যাওয়ার তিনদিনের মাথায় মোবাইল ফোনটি উদ্ধার করে সোমবার(২৪ নভেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধার স্ত্রীর হাতে তুলে দেন বলে জানান, র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মোঃ আনোয়ার হোসেন শামীম। তিনি জানান, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শাহাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হক বীর বিক্রম এর স্ত্রী ছুকেরা খাতুন (৫৫) এর হাতে ২০১৭ সালের ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে একটি মোবাইল ফোন সেট উপহার দিয়েছিলেন। গত ২১ নভেম্বর ২০১৯ তারিখে মুক্তিযোদ্ধা স্ত্রী ছুকেরা খাতুন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে যান সেখান থেকে ২২ নভেম্বর ভোরে মোবাইলটি চুরি হয়ে যায়। পরে চুনারুঘাট থানায় একটি অভিযোগ করেন ছুকেরা খাতুন এবং র‌্যাব মহাপরিচালককে জানান। চুরি হওয়ার ৩ দিনের মাথায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প কোম্পানি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে র‌্যাব সদস্যরা মোবাইল ফোনটি উদ্ধার করেন এবং সোমবার বিকেলে ছুকেরা খাতুন এর হাতে তা তুলে দেন। ছুকেরা খাতুন জানান, ফোনটি চুরি হওয়ার পর তাঁর ছেলে আব্দুর রহিম বিষয়টি র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদকে মোবাইল ফোনে জানালে তিনি ফোনটি উদ্ধারে চেষ্টা করবেন বলে তাকে আশ্বস্ত করেনে। এসময় তিনি মোবাইলটি উদ্বার করে ফিরিয়ে দেয়ায় র‌্যাব মহাপরিচালক ও শ্রীমঙ্গল কোম্পানী কমান্ডারকে ধন্যবাদ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App