×

সারাদেশ

পুঠিয়ায় ধর্ষণ মামলায় মসজিদের ইমাম গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ০১:১২ পিএম

রাজশাহীর পুঠিয়ায় বিয়ের প্রলোভনে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব আলী (৩৫) নামের এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে সেনভাগ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুঠিয়া থানা পুলিশ। এর আগে গত ২৪ নভেম্বর ইয়াকুব আলীর বিরুদ্ধে মেয়েটির বাবা বাদী হয়ে পুঠিয়া থানায় মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার ইয়াকুব আলী নরসিংদী জেলার বাসিন্দা আবুল হোসেনের ছেলে। তবে তার জাতীয় পরিচয় পত্রে স্থায়ী ঠিকানা রয়েছে রাজশাহীর রাজপাড়া থানা এলাকায়। তিনি দীর্ঘদিন থেকে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের গাওপাড়া সেনভাগ জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মামলার এজাহারের বরাত দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই মাইনুল ইসলাম জানান, ইয়াকুব আলী মসজিদের পাশে একটি কক্ষে বসবাস করতেন। সেখানে তিনি স্থানীয় কয়েকজন শিক্ষার্থী কে আরবি পড়াতেন। আরবি পড়ানোর সুত্র ধরে স্থানীয় এক ব্যক্তির ৮ম শ্রেনী পড়ুয়া কিশোরী মেয়ের সাথে তার পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আটক ইমাম ইয়াকুবের স্ত্রী সন্তানসহ আলাদা পরিবার রয়েছে। তিনি আরো জানান, প্রায় দুই বছর ধরে তিনি ওই মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগে উল্লেখ্য আছে। অবৈধ সম্পর্কের ফলে মেয়েটি গত জুন মাসে গর্ভবতি হলেও সে বিয়ে না করে বাচ্চাটি নষ্ট করে ফেলে। পরে বিষয়টি মেয়ের পরিবারের লোকজন জানতে পেড়ে তাকে বিয়ের জন্য চাপ দিলে সে সব অস্বীকার করে। পরে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে মেয়েটির বাবা থানায় এসে ইমাম ইয়াকুব আলী সহ তার সহযোগী আরো দু'জনকে আসামি করে ধর্ষণের মামলা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। তবে তার দুই সহযোগী পলাতক রয়েছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর ভুক্তভোগী মেয়েটির মেডিকেল পরিক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App