×

আন্তর্জাতিক

কার্বন নিঃসরণের নতুন রেকর্ডে ভয়াবহতার শংকা

Icon

nakib

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ০৩:৫৯ পিএম

কার্বন নিঃসরণের নতুন রেকর্ডে ভয়াবহতার শংকা

Brown coal power plant emission.

গত বছর রেকর্ড পরিমাণ কার্বন নিষ্কাশনের ফলে পৃথিবীর তাপমাত্রা দ্বি-গুনের বেশি বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থা ডাব্লিউএমও। জাতিসংঘের হিসেব মতে ১৯৯০ সাল থেকে কার্বন পরিত্যাগের হার ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সামনের সপ্তাহে মাদ্রিদে জাতিসংঘ পরিবেশ সম্মেলন উপলক্ষ্যে এ রিপোর্ট প্রকাশ করা হয়। এতে বলা হয় ২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ি বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস রাখার জন্য নিষ্কাশন হ্রাস করতে হবে। এ জন্য কার্বন নিষ্কাশন ২০২০-২০৩০ সালের মধ্যে ৭.৬% কমিয়ে আনতে হবে। অর্থাৎ বার্ষিক ২.৭% কার্বন পরিত্যাগ নামিয়ে আনতে হবে।

২০২০ সালকে টার্গেট ধরে নিয়ে দেশগুলোকে তাদের মাত্রা কমিয়ে আনতে বলা হয়েছিল। তবে জাপান ও ব্রাজিলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় কার্বন পরিত্যাগকারী দেশ হিসেবে চিহ্নিত করা হয়।

উল্লেখ্য, এ মাসে প্যারিস চুক্তি থেকে বের হয়ে যেতে ট্রাম্প প্রশাসন কাগজপত্র জমা দিয়েছে। তবে অনেক দেশ তাদের টার্গেট পূরণ করেছে বলেও উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App