বলকান অঞ্চলের দেশ আলবেয়িয়ায় আঘাত হেনেছে কয়েক দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, যাতে অন্ত্যত ৭ জনের প্রাণহানি ঘটে। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৪। প্রথম কম্পনের কয়েক ঘন্টা পরেই বসনিয়াতে ২য় বারের মতো ভূকম্পন অনুভূত হয়।
এতে ৩০০ জন আহত হয় এবং অনেক ভবন ধ্বসে পড়ে। রাজধানী থেকে ১০ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার নিচ থেকে এ ভূমি কম্পনের সৃষ্টি হয় বলে জানায় যুক্তরাষ্ট্র। র২য় বারের ভূকম্পনের মাত্রা ছিল ৫.২ মাত্রার।
উদ্ধার অভিযানে সেনাবাহিনীকে তলব করা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ইলির মেতা। প্রতিবেশী কসোভো থেকেও তাৎক্ষণিক জরুরী উদ্ধার কাজের জন্য একটি দল প্রেরণ করা হয়।
এর আগে সেপ্টেম্বরেও ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পে ৫০০ বাড়িঘর ধ্বসে পড়ে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।