×

সারাদেশ

শেরপুরে পেঁয়াজের দাম আবারো বাড়ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯, ১১:১৭ এএম

শেরপুরে পেঁয়াজের দাম আবারো বাড়ছে
বগুড়ায় পুরাতন-নতুন সব ধরনের পেঁয়াজের দাম আবারো বাড়ছে। এর কারণ হিসাবে বাজারে পেঁয়াজের সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ক্রেতারা হিমশিম খাচ্ছে পেঁয়াজ কিনতে। সোমবার(২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বগুড়ার শেরপুর বারদুয়ারী হাটে গিয়ে দেখা গেছে, পুরাতন দেশী পেঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে ২শ টাকা থেকে ২শ ১০টাকা দরে। বাজারে যা খুচরা কেজি দরে বিক্রি হচ্ছে ২শ ২০ টাকা থেকে ২শ৩০ টাকা দরে। অন্যদিকে মুড়িকাটা নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা দরে। যা খুচরা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। আর নতুন ডাঁটাসহ পিয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১১০ টাকা দরে। পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, আড়তে পেয়াঁজের সংকট থাকায় চাহিদামত পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। তাই বিগত হাটের তুলনায় এই হাটে প্রতি কেজি পিয়াজ ৪০-৫০টাকা বেড়েছে। ক্রেতারা জানান, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ না করায় দাম বৃদ্ধি পাচ্ছে। এই সময়ে পেঁয়াজের দাম কেন বৃদ্ধি পাচ্ছে তা আমরা বুঝতে পারছি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App