×

সারাদেশ

যুবলীগ নেতার বাধায় স্বামীর কবরের পাশে স্থান পেলেন না বৃদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯, ০১:৫১ পিএম

যুবলীগ নেতার বাধায় স্বামীর কবরের পাশে স্থান পেলেন না বৃদ্ধা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মাজমবাড়ি এলাকার কবরস্থানে ছবুরা খাতুন (৯৮) নামে এক বৃদ্ধার লাশ দাফন করতে না দেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার যুবলীগ নেতা এসকান্দর, আনোয়ার হোসেন ও নুরুল আবছারের বিরুদ্ধে। শেষ পর্যন্ত অন্য একটি কবরস্থানে লাশ দাফনে বাধ্য হন মৃত ব্যক্তির স্বজনেরা।এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় চাতরী মাজমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবলীগ নেতা এসকান্দর, আনোয়ার হোসেন ও নুরুল আবছারের একই এলাকার মৃত আবদুল ছালামের পুত্র। এলাকাবাসী জানান, চাতরী ইউনিয়নের মাজমবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা মৃত ছিদ্দিক আহমদের স্ত্রী ছবুরা খাতুন (৯৮) দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার রাত ৯টা পনের মিনিটে মারা যান। পারিবারিক ও সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গের অনুমতিক্রমে স্বামীর কবরের পাশে দাফনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সকাল সাড়ে ১০ টার দিকে তাঁরা বাড়ি থেকে লাশ নিয়ে জানাজা নামাজের জন্য মসজিদ মাঠে পৌঁছালে খবর আসে প্রভাবশালী যুবলীগ নেতা এসকান্দর, আনোয়ার হোসেন ও নুরুল আবছার কবর ভরাট করে দিয়েছে। অবশেষে তাঁরা বাধ্য হয়ে সকাল সাড়ে ১১টার দিকে অন্য একটি কবরস্থানে লাশ দাফন করেন। এ ঘটনায় উপস্থিত সবাই অমানবিকতায় হতবাক হয়ে পড়েন এবং এলাকার তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ছবুরা খাতুনের ছেলে আহমদ কবির বলেন, এই কবরস্থানে আমাদের কোন জায়গা নেই। আমার বাবার মৃত্যুর পর সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গের সহযোগিতায় আমার বাবাকে এ কবরস্থানে দাফন করি। এখন আমার মা যখন মারা গেছে সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গের অনুমতি নিয়ে কবরস্থানে দাফন করার ব্যবস্থা করি। রাতে যখন সবাই কবর তৈরী করে তখনও কেউ কোনো বাধা দেননি। সকালে লাশ নিয়ে জানাজার মাঠে আসলে এরা এসকান্দর ও তার ভাইরা এসে কবরটি ভরাট করে দেয়। এব্যাপারে জানতে যুবলীগ নেতা এসকান্দরের মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি। এব্যাপারে চাতরী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম মুন্সি বলেন, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গের অনুমতিক্রমে মাজমবাড়ি এলাকার কবরস্থানে কবর খনন করা হয়। সবাই যখন লাশ নিয়ে জানাজা মাঠে উপস্থিত হলে অন্যদিকে অসামাজিক ব্যক্তি এসকান্দর ও তার ভাইরা মিলে করবটি ভরাট করে দেয়। পরে এলাকাবাসীর সম্মতিক্রমে অন্য একটি স্থানে লাশ দাফনের ব্যবস্থা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App