×

আন্তর্জাতিক

মায়ের জন্য পাত্র চেয়ে ছেলের আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯, ১২:২৩ পিএম

মায়ের জন্য পাত্র চেয়ে ছেলের আবেদন
সম্প্রতি মায়ের জন্য সুপাত্র চেয়ে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন পোস্ট করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের চন্দন-নগরের বৌবাজার শীতলাতলার বাসিন্দা গৌরব অধিকারী। বাবার মৃত্যুর পর তাদের সংসারে সদস্য বলতে মা ও ছেলে। ছেলে গৌরব কাজে বেরিয়ে গেলে বাড়িতে মা সারাদিন একাই থাকেন। মায়ের এই একাকিত্ব কাটানোর জন্যই এ পরিকল্পনা করেন তিনি। মায়ের প্রতি ছেলের এ উদ্যোগ এক নজিরবিহীন ঘটনা। ছেলেমেয়েদের প্রতি মা-বাবার স্নেহ-ভালোবাসা না থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। সূত্র আনন্দবাজার। বিদেশে বর্ষীয়ান মানুষদের জীবনসঙ্গী খুঁজে নেয়ার ঘটনা বিরল নয়। কিন্তু আমাদের সমাজে এ ঘটনা দেখা যায় না বললেই চলে। বেশি বয়সে জীবনসঙ্গীর আরো বেশি প্রয়োজন। কারণ সেই সময় ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত। কেউ হয়তো বাইরে থাকেন। নিজের সংসার নিয়ে ব্যস্ত। বাবা-মায়ের প্রতি নিতান্ত কর্তব্যটুকু করা ছাড়া বাকি কিছু প্রত্যাশা করা যায় না। ফলে বয়সী মানুষগুলো ক্রমেই অসহায় হয়ে পড়েন। বাড়তে থাকে অভিমান। এখানেই আসে জীবনসঙ্গীর গুরুত্ব। এই বিষয়টাই উপলব্ধি করেন গৌরব। তাই তার মা ৪৫ বছর বয়সী দোলাদেবীর একাকিত্ব কাটাতে তিনি উদ্যোগী হন। আজকের যুব সমাজ যে এভাবে ভাবতে পেরেছেন, পদক্ষেপ নিয়েছেন, এ জন্য তাকে ব্যাপক সাধুবাদ জানিয়েছে নেটিজেনরা। গৌরবের ফেসবুক পোস্ট দেখে প্রথমে অনেকেই ভেবেছিলেন এ হয়তো রসিকতা। কিন্তু অচিরেই বোঝা যায় তিনি যথেষ্ট ভাবনাচিন্তা করেই পোস্টটি দিয়েছেন। গৌরবের পোস্টে সাড়াও মিলেছে বিপুলভাবে। এতেই পরিষ্কার সমাজের মনোভাব বদলাচ্ছে। এই পরিবর্তন খুবই জরুরি। মানুষ বুঝেছেন, একা কেউই ভালো থাকতে পারেন না। দুটি প্রাপ্তবয়স্ক মানুষ যদি একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন, তাতে আপত্তির কিছু নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App