×

আন্তর্জাতিক

কঙ্গোতে বসতির উপর বিমান বিধ্বস্তে নিহত ২৬

Icon

nakib

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯, ১২:২৯ পিএম

কঙ্গোতে বসতির উপর বিমান বিধ্বস্তে নিহত ২৬

কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমা থেকে একটি ছোট যাত্রীবাহি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই ঘনবসতির উপর বিধ্বস্ত হলে যাত্রী, ক্রু ও স্থানীয় বাসিন্দাসহ ২৬ নিহত হওয়ার খবর জানিয়েছে দ্যা গার্ডিয়ান।

১৯ আসনের বিমানটি বিমানবন্দরের নিকটবর্তি মানেডু নামক আবাসিক এলাকায় রবিবার বিধ্বস্ত হয়। বিমানটি আছড়ে পরার পর তা থেকে কালো ধোঁয়া বের হতে থাকে পরে উদ্ধার কর্মীরা এসে তা নিয়ন্ত্রনে আনে।

গোমা থেকে ৩৫০ কিলোমিটার দূরের বেনিতে যাওয়ার জন্য উড্ডয়ন করা ডরমিনার ২২৮ নামের বিমানটির মালিকানায় ছিল প্রাইভেট প্রতিষ্ঠান বিজি বি।

পরিবহন মন্ত্রণালয়ের হিসেব মতে মৃতদের মধ্যে ১৭ জন যাত্রী, ২ ক্রু ও ৭ জন স্থানীয় বাসিন্দা রয়েছেন। এর আগে দেশটির জাতিয় স্বাস্থ্যসংস্থা ২ জন জীবিত উদ্ধার হওয়ার খবর জানিয়েছিল।

বিমানটি বিধ্বস্তের কারণ জানা যায়নি তবে ব্যসস্থপনার দুর্বলতা ও নিরাপত্তার অভাবে প্রায়ই দেশটিতে এমন ঘটনা ঘটে। উল্লেখ্য, নিরপত্তা ইস্যুর কারণে কঙ্গোর কোন বাণিজ্যিক বিমান কোম্পানিকে ইউরোপে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়না ।

ন/

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App